Saturday, July 12, 2025
spot_img
Homeপটুয়াখালীদুমকিতে নাস্তা আনতে বিলম্ব হওয়ায় আট বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

দুমকিতে নাস্তা আনতে বিলম্ব হওয়ায় আট বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে নাস্তা আনতে দেরি হওয়ায় আট বছরের এক অনাথ শিশু ছাত্রকে বর্বরোচিত ভাবে পিটিয়ে জখম করেছেন মাদ্রাসা শিক্ষক। গতকাল রবিবার (২৯ জুন) সকালে উপজেলার চরগরবদি আল কারীম বহুমুখী মাদ্রাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক রয়েছেন ওই শিক্ষক। ওই ছাত্রকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নির্যাতনের শিকার শিশুটির নাম মোহাম্মদ পিতা মৃত-আ: মান্নান। মা‘ অন্যত্র বিয়ে করে চলে যাওয়ায় নানা মুরাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম মৃধার বাড়িতে থেকে চরগরবদি আল কারীম বহুমুখী মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম মো. তাওহীদুল ইসলাম (২৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশু মোহাম্মদকে দোকানে নাস্তা আনতে পাঠায় শিক্ষক মো. তাওহীদুল ইসলাম। নাস্তা আনতে দেরি হওয়ায় শিক্ষক তাওহীদ ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ (৮)কে বেধরক পিটিয়ে জখম করে। বিষয়টি ওই প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা জানাতে পেরে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ফার্মেসীতে নিয়ে যান। এসময় অভিভাবকদের উপস্থিতির টের পেয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যান ওই শিক্ষক।

ওই মাদ্রাসায় একাধিক অভিভাবক সাংবাদিকদের জানান, এই শিক্ষক ইতিপূর্বেও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আহত করেছেন। তার বিচার না হওয়ায় তিনি এমন ঘটনা ঘটিয়েই যাচ্ছেন।

মাদ্রাসার পরিচালক মাওলানা মো: ছাকিব জানান, শিক্ষার্থীকে মারধরের বিষয়টি মোটেও ঠিক হয়নি। জড়িত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় নির্বাহ ও অভিযুক্ত শিক্ষককে নিয়ে স্থানীয় ভাবে মিমাংসা বৈঠক আহবান করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments