Saturday, July 12, 2025
spot_img
Homeঢাকাঅধ্যক্ষ ড. মাওলানা এমরানুল হক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত

অধ্যক্ষ ড. মাওলানা এমরানুল হক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশ ডেস্ক :::::: প্রিন্সিপাল সোসাইটিভুক্ত সকল মাদরাসার পরলোকগত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক কর্মচারীদের রূহের মাগফিরাত ও ঢাকা মহানগরীর গোড়ান নাজমুল হক মদীনাতুল উলুম কামিল মাদরাসার সদ্য পরলোকগত অধ্যক্ষ ড. মাওলানা এমরানুল হক’র স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মাদরাসা শিক্ষক কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী বলেন, মরহুম অধ্যক্ষ ড. মাওলানা এমরানুল হক ছিলেন বহু গুনে গুনান্বিত এক ব্যক্তিত্ব। ক্ষনজন্মা এই দূরর্শী আলেমে দ্বীন জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটি ও নির্বাহী কমিটির সদস্য থেকে ইসলামি শিক্ষা তথা মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও যুগোপযুগি করণে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেমনিভাবে তিনি দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করেছেন, তদ্রুপ ইসলামী সমাজ বাস্তবায়ন ও ইসলামি ভাবধারা সম্পন্ন রাজনীতি বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও পর্যালোচনায় লিপ্ত থাকতেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে ও ইসলামি সমাজ প্রতিষ্ঠায় সকল ইসলামি ও জাতীয়তাবাদী শক্তিকে একিভুত করার প্রচেষ্টায় তিনি অনেকাংশই সফল হয়েছেন। এমন বিচক্ষণ ব্যাক্তির অকাল মৃত্যুতে দেশ একজন উদীয়মান ও সম্ভাবনাময় বুদ্ধিদীপ্ত বিশ্লেষক ও গবেষকে হারালো।

জমিয়াত মহাসচিব বলেন, মাদরাসা শিক্ষা ও ইসলামি সমাজ বাস্তবায়নের অন্তরায় হিসেবে দেশে নামে বেনামে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন অনৈসলামিক আদর্শ ও রীতি প্রচলনের পায়তাড়া করছে। নারী সংস্কারের নামে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেয়ার প্রস্তাবনা এরই একটি অংশ। একজন মাদরাসা শিক্ষক হিসেবে যা কখনই আমরা সমর্থন করতে পারি না। মরহুম অধ্যক্ষ ড. এমরানুল হকের মত ইসলামি সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমাদের নিজ নিজ অঙ্গনে কাজ করতে হবে। নিজেদের মধ্যকার মতানৈক্যকে দূরে রেখে দ্বীনের সার্থে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবী। আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সুশৃঙ্খল ও ইসলামি তাহজিব তামাদ্দুন সম্বলিত রাষ্ট্র কায়েম সম্ভব।
অধ্যক্ষ মাওলানা ওয়ালী উল্লাহ হেলালী এর সভাপতিত্বে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে মরহুম ড. মাওলানা এমরানুল হকের স্মৃতিচারণ করেন, মাদরাসা শিক্ষা বোর্ড এর পরিদর্শক মোঃ নাছিমুল ইসলাম ও উপ-পরিদর্শক আকরাম হোসাইন, অধ্যক্ষ ড. শাহজাহান মাদানী, অধ্যক্ষ আ খ ম আবুবকর সিদ্দিক, অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, অধ্যক্ষ ড. মোঃ আনেয়ার হোসেন মোল্লা, অধ্যক্ষ ড. মাওলানা মুহিউদ্দীন, অধ্যক্ষ মাওলানা মুজিরুদ্দীন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ ছাদেক হাসান, ড. মাওলানা মোঃ হায়দার আলী, উপাধ্যক্ষ মাওলানা শেখ লোকমান হোসেন, অধ্যক্ষ ড. লোকমান হাকীম, অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, মাওলানা মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments