Saturday, July 12, 2025
spot_img
Homeপিরোজপুরভান্ডারিয়ায় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলে সংবাদ সম্মেলন উপজেলা ছাত্রদলের...

ভান্ডারিয়ায় উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলে সংবাদ সম্মেলন উপজেলা ছাত্রদলের সদস্য সচিববের পদ থেকে অপসারণ দাবী

সহাদ পিরোজপুর :::::;; ভান্ডারিয়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সফিক রেজার অপসারণ দাবী করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম শাহীরাজ। শাহীরাজ তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সফিক রেজা পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ছোট ভাই ইউপি চেয়ারম্যান ও তেলিখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুদ্দিন হাওলাদার এর সঙ্গে সখ্যতা রয়েছে। সে তার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে নিজ নামে ফাউন্ডেশন তৈরী করেছেন এবং তাদের দেয়া বিশাল বহুল এক্স করলা গাড়ীতে ঘুরে বেড়ান যার নম্বর ঢাকা মেট্রো গ৩৩-৩৬৫২। এ ছাড়া সে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ, ছাত্রসমাজ ও বহিরাগত সশস্ত্র সন্ত্রাসীসহ জেলা ছাত্রদলের লোক নিয়ে ছাত্রদলে নেতা কর্মীর ওপর হামলা চালিয়ে আহত করেছে। এই ছাত্রদল নেতা বেশীরভাগ সময় ঢাকায় বসবাস করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমরা এই বিতর্কিত সদস্য সচিব শফিক রেজার বহিস্কার দাবী করছি।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সফিক রেজা বলেন, ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীতে হামলা চালিয়ে ৫জন নেতা কর্মীকে আহত করা হয়েছে। তিনি কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেনা না বা কোন অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত নন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক রিয়াজ হাওলাদার,তরিকুল ইসলাম মৃধা, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. শামীম ফরাজি, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা জোমাদ্দার, সিনিয়র যুগ্মআহবায়ক মাহিম হাসান প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments