নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল ও জাতীয় সংবাদপত্রে কর্মরত বিভিন্ন পত্রিকার কর্মচারীদের নিয়ে গঠিত ঐতিহ্যবাহী “বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদ”র বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ই ডিসেম্বর) নগরীর অভিজাত ইউরো রেস্টুরেন্টের নিচতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক খলিফা মাইনুল। সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহাবুবুর হাসান কামাল, বর্তমান সভাপতি আবু হানিফ, সহ সভাপতি আব্দুল মানিক, সহ সাধারণ সম্পাদক মোঃ জসিম, ইব্রাহিম, আহমেদ রিপন, জুয়েল, রুবেল, জসিম, সবুজ, নুরুল হক, আরমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা। দীর্ঘ এক বছর পর মনোরম পরিবেশে এত সুন্দর অনুষ্ঠানের উপহার দেয়ার জন্য সভাপতি মহোদয় কে ধন্যবাদ জানিয়েছে সংগঠনের সকল সদস্যরা।