Saturday, July 12, 2025
spot_img
Homeবরিশালবরিশালে জমি দখলের অভিযোগে ভুমিদস্যু আলী হোসেনকে কারাগারে প্রেরণ এলাকাবাসীর ভিতরে ফিরেছে...

বরিশালে জমি দখলের অভিযোগে ভুমিদস্যু আলী হোসেনকে কারাগারে প্রেরণ এলাকাবাসীর ভিতরে ফিরেছে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক। বরিশালে জোরপুর্বক সম্পত্তি দখল ও বসতঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ০৫/০৮/২৪ তারিখে নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ গণপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনকে বিবাদী করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মফিজুল হক মিলন মুন্সি। তিনি ঐ ওয়ার্ডের মৃত ফজলুল হক মুন্সির ছেলে।মামলায় বিবাদী হলেন- ৩০ নং ওয়ার্ডের আলী হোসেন মাঝি, মাহদি মাঝি, সুমন মাঝি, জাফর মাঝি, জসিম, দেলোয়ার হোসেন, মালেক, রুবেল ও কাঞ্চন। এর মধ্যে আলী হোসেন মাঝিকে সোমবার জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। এদিকে বাদী মফিজুল হক মামলায় উল্লেখ করেন, আমাদের রেকর্ডমুলে সম্পত্তিতে আমরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। আসামিরা আমাদের জমি অবৈধভাবে দখলে দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছে। তাদের বিরুদ্বে একাধিক মামলাও রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ০৫/০৮/২৪ তারিখেআসামিরা তাদের দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের জমিতে থাকা টিনের বেড়া, ওয়াল ও ঘর ভাঙার প্রচেষ্টা চালায়। আমরা বাধা প্রদান করলে আমাদের খুন জখমের হুমকি প্রদান করে।এছাড়া আসামিরা ক্ষিপ্ত হয়ে ঘর পুড়িয়ে দেয়া সহ জোরপূর্বক জমি দখল করে উল্টো আমাদের বিরুদ্বে মিথ্যা মামলা দায়ের করবে বলে জানিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভুগী মফিজুল আরও জানান, ঘটনার পর থেকে বিবাদিরা আমাদের বিভিন্নআভবে হুমকি প্রদর্শন করে আসছে। এ নিয়ে পুরো পরিবার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।এ দিকে প্রধান অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্বে একাধিকবার জমি দখলের অভিযোগ উঠেছ। ভুমিদস্যুতার অভিযোগ এনে তার বিরুদ্বে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। উল্লেখ্য, তফসিল সম্পত্তি হলো- জেলাঃ বরিশাল, জে এল নং ১২, মৌজাঃ গণপাড়া, বি এস খতিয়ান নং ৪৬০, ৯৬৪, বি এস দাগ নং ২৭৩৯, ২৭৪০, ২৭৪১, জমির পরিমান ১ একর ২১ শতাংশ। বিরোধীয় সম্পত্তি ৬৭ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments