নলছিটি প্রতিনিধি
নলছিটিতে ইমাম সম্মেলনের মধ্য দিয়ে উদ্বোধন হলো জামিয়া মোহাম্মাদীয়া জয়নাল আবেদন কওমী মাদরাসা ও এতিমখানার ।২ মার্চ শনিবার দুপুর সাড়ে ১২টায় পৌরসভার সূর্য্যপাশা এলাকায় মাদরাসা এতিম খানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম।
উদ্বোধন উপলক্ষে এ আয়োজিত দিনব্যাপী ইমাম সম্মেলন ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জামিয়া মোহাম্মদীয়া জয়নাল আবেদীন কওমী মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন,নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, গাজীপুর জামিয়া মোহাম্মদীয়া এমদাদুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বরিশাল পলিটেকনিক কলেজের খতিব মুফতি রুহুল আমিন,নলছিটি থানা মসজিদের খতিব মাওলানা বাহাউদ্দীন, পোলেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহজালাল হোসেন জিহাদি, উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।