Saturday, July 12, 2025
spot_img
Homeঝালকাঠিএনডিএম থেকে অব্যাহতি নিলেন যুব আন্দোলন ঝালকাঠি আহবায়ক মোঃ জসিম

এনডিএম থেকে অব্যাহতি নিলেন যুব আন্দোলন ঝালকাঠি আহবায়ক মোঃ জসিম

দৈনিক আগামীর বাংলাদেশ ডেস্ক।

ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন( এনডিএম) এর যুব আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, ঝালকাঠি জেলা যুব আন্দোলনের আহবায়ক, মোঃ জসিম সকল পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

এনডিএম প্রতিষ্ঠার এক বছর
পর থেকেই এ দলের সাথে রাজনীতি করা, মো: জসিম সাংবাদিকদের জানান (এনডি,এম,) নিবন্ধন হওয়ার আগ থেকেই দলের গঠনতন্ত্র মেনে রাজনীতি করে আসছি। এখন দলে নিবন্ধন পেয়েছে, সারা দেশে পরিচিত হয়েছে। তবে আমার পেশাগত দায়িত্ব ও পারিবারিক ব্যস্ততা এবং আমি একজন পেশাগত একজন সাংবাদিক তাই রাজনীতির কাজে সময় দেওয়া অসম্ভব।তাই আজ ২৯ শে জানুয়ারি ২০২৪ থেকে এনডিএম এর সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম। তিনি পরিশেষে এনডিএম এর জন্য শুভকামনা ও আগামী দিনের দশ ও দেশের স্বার্থে ভালো ভূমিকা রাখবে সে প্রত্যাশা করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments