উজিরপুরে মাদকসম্রাট সবুজ শেখ গ্রেফতার

0
202

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে শীর্ষ মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামী সবুজ শেখ (৩০) ইয়াবাসহ আবারো পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

২৮ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১০ টায় উজিরপুর টেম্পুস্টান্ড মিথিলা ফাস্টফুট দোকান থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন উজিরপুর মডেল থানা পুলিশ। এস আই আবু ইউসুফ এর নেতৃত্বে গ্রেফতার করা হয় তাকে।

পুলিশ আরো জানয়,  সবুজ শেখ পৌরসভার ৫নং ওয়ার্ডের ইলেক্ট্রিক মিস্ত্রি কামাল শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবত টেম্পুস্টান্ডসহ উজিরপুরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে গাজা এবং ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রি করে আসছেন। ইতিপূর্বে ইয়াবা ও গাজাসহ ডিবি ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পুরো উপজেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here